গাজা সিটি থেকে গণহারে লোকজন সরিয়ে নেওয়া অসম্ভব : রেডক্রস প্রধান

চ্যানেল এইচ ডেস্ক

ফিলিস্তিনের গাজা সিটি দখলে নেওয়ার আগে সেখান থেকে লোকজন গণহারে সরিয়ে নেওয়ার ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের প্রধান। আজ শনিবার তিনি জোর দিয়ে বলেছেন, গাজা সিটি থেকে গণহারে লোক সরিয়ে নেওয়ার নিরাপদ কোনো উপায় নেই।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রধান মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে বলেন, ‘চলমান পরিস্থিতিতে গাজা সিটি থেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে লোকজন গণহারে সরানো সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের স্থানান্তর শুরু হলে মানুষের ঢল নামবে। এই চাপ গাজা উপত্যকার কোনো অঞ্চলই সামলাতে পারবে না। কারণ, সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার চরম ঘাটতি রয়েছে।’

গতকাল শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটিকে ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটির বাসিন্দাদের এখনই সরে যাওয়ার আহ্বান জানায়নি। তবে, সেনাবাহিনীর একজন মুখপাত্র গত বুধবার বলেছেন, গাজা সিটি থেকে লোকজন সরানোর বিকল্প নেই।

গাজায় ইসরাইলি ধ্বংসযাজ্ঞ বন্ধ করার জন্য দেশে এবং বিদেশে ইসরাইল সরকারের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছে। গাজার জনসংখ্যার বিশাল অংশ ইতোমধ্যে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে এবং জাতিসংঘ সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

জাতিসংঘের তথ্যমতে, গাজা গভর্নরেটে (গাজা সিটি ও সংলগ্ন এলাকা) বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ বাস করছে।

স্পোলজারিক বলেন, ‘গণহারে লোকজন স্থানান্তরের ইসরাইলি এই আদেশ এমন ধরনের বেসামরিক নাগরিকদের দেওয়া হবে, যারা যুদ্ধের কারণে ইতোমধ্যেই মানসিকভাবে ভেঙে পড়েছে এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD