বর্তমানে স্পটিফাইয়ের টপ গ্লোবাল চার্টে চতুর্থ স্থানে রয়েছে ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল সং ‘সাইয়ারা তু তো বদলা নেহি হে, মওসম যারাসা রুঠা হুয়া হে’। অভিযোগ উঠেছে, এ গানের সুর ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের একটি গানের সুরের সঙ্গে মিলে যায়। গানটির নাম ‘নাইট চেঞ্জেস’। এ গানের শুরুর সুর খানিকটা বদলে নিজের করে নিয়েছেন ‘সাইয়ারা’র সুরকার।
এছাড়া বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের ‘হামনাভা মেরে’ গানের সঙ্গেও মিল রয়েছে ‘সাইয়ারা’ গানটির। ‘হামনাভা মেরে’ গানের দ্বিতীয় অন্তরার সুরে প্রবলভাবে প্রভাবিত হয়েছে ‘সাইয়ারা’র টাইটেল সংটি।
নবাগত অভিনয়শিল্পী আহান পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় পর পর্দা কাঁপাচ্ছে উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের এ গল্প। মুক্তির ৭ দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে ২৪৩ কোটি টাকারও বেশি অর্থ।