চট্টগ্রামের পটিয়ায় প্রায় পাঁচ বছর আগের একটি মাদক মামলায় দুই বছরের সাজা শুনে আদালতেই আলী আজগর (৪৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন এলাকার বাসিন্দা তিনি।
সোমবার (১৮ আগস্ট) বিকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদক মামলায় অভিযুক্ত আজগরকে দুই বছরের কারাদণ্ডের রায় দেন বিচারক বেগম তাররাহুম আহমেদ। রায় শোনার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন, ২০২১ সালের একটি মাদক মামলায় সোমবার বিকেলে আসামি আজগর আদালতে হাজির হন। এ সময় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।