আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনাগুলো পরিস্থিতিকে খানিকটা খারাপের দিকে নিয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি যাতে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।”

রাজবাড়ীতে সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, “ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।”

তদন্তের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, “তদন্ত ছাড়া কাউকে দোষী বলা ঠিক হবে না। আগে থেকেই কাউকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব হারাবে। সঠিক তদন্তের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেউ নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ছড়ানোর পরও সহিংসতা ঠেকানো যায়নি কেন—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা ব্যর্থ হচ্ছি না। যারা এসব ঘটিয়েছে তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি।”

নির্বাচনে এসব ঘটনা বাধা তৈরি করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ আটকাতে পারবে না। তারা ভোটকেন্দ্রে যেতে সক্ষম হবেন।”

পুলিশে বদলি ও পোস্টিং প্রসঙ্গে তিনি আরও জানান, “পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি। আমি যতদিন থাকব, পোস্টিং লটারির মাধ্যমেই হবে।”

শেষে তিনি গণমাধ্যমের উদ্দেশে বলেন, “সরকারের ব্যর্থতা জোরেশোরে তুলে ধরা হয়, কিন্তু সফলতাগুলো তেমনভাবে প্রকাশ পায় না।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD