এবার জম্মু-কাশ্মিরে ‘অপারেশন আখাল’ শুরু ভারতের, নিহত ১

‘অপারেশন মহাদেব’ শেষ হওয়ার মাত্র ৪ দিনের মধ্যে এবার জম্মু-কাশ্মির রাজ্যের কুলগাম জেলার আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে সেনা অভিযান শুরু করেছে ভারতের সেনা-পুলিশ যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’।

অভিযানে ইতোমধ্যে একজন ‘বিচ্ছিন্নতাবাদী জঙ্গি’ নিহত হয়েছে বলেও জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের অধীন চিনার কর্পসের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

চিনার কর্পসের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, গতকাল শুক্রবার গোপন গোয়েন্দাসূত্রে তারা জানতে পারেন যে কুলগামের আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে কয়েক জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আত্মগোপন করে আছে।

“এই সংবাদ পাওয়ার পর গতকাল রাতেই আখালের ওই পাহাড়ি জঙ্গলে আমরা তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেই। তল্লশী শুরুর পর আমাদের সেনা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা ফায়ারের সিদ্ধান্ত নেই।”

 “গতকাল রাতভর থেমে থেমে পাল্টাপাল্টি গুলি চলেছে। আমাদের সেনারা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে খুবই ঠাণ্ডা মাথায় সন্ত্রাসীদের মোকাবিলা করছে। ইতোমধ্যে একজন সন্ত্রাসী নিহত হয়েছে”, এনডিটিভিকে বলেন ওই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসও একই তথ্য জানিয়েছে। তবে অপারেশন আখালে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গত ২৮ জুলাই জম্মু-কাশ্মিরে দাচিগামের পাহাড়ি জঙ্গলে ‘অপারেশন মহাদেব’ পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ড। ২৪ ঘণ্টারও কম সময় ধরে চলা সেই অভিযানে নিহত হন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির নামে তিন ব্যক্তি।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, নিহত ৩ জনই পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈয়বা (লেট)-এর সদস্য। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে হামলা হয়েছিল— সেখানে অংশ নিতে পাকিস্তান থেকে এসেছিলেন তারা, কিন্তু পরে নিরাপত্তা পরিস্থিতিতে কড়াকড়ি আরোপ হওয়ায় আর পাকিস্তানে ফিরতে পারেননি। জম্মু-কাশ্মিরেই থেকে গিয়েছিলেন।

অমিত শাহ জানিয়েছেন, নিহত তিনজনের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্র মিলেছে। তাছাড়া পেহেলগামে হামলার পর হামলাকারীদের যেসব ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেসবের সঙ্গেও সাদৃশ্য পাওয়া গেছে অপারেশন মহাদেবে নিহত তিন জনের সঙ্গে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ভারতের এই দাবিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ এবং ‘মিথ্যা তথ্যে পরিপূর্ণ’ উল্লেখ করে বলেছে, নিজেদের রাজনৈতিক স্বার্থে উপমহাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় ভারত।

এদিকে গত ৩১ জুলাই বৃহস্পতিবার জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্তে দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পুলিশ জানিয়েছে, নিহত দু’জন পাকিস্তানের নাগরিক এবং লেট-এর সদস্য ছিলেন। ভারতের ভূখণ্ডে পা রাখার অল্প সময়ের মধ্যেই নিহত হয়েছেন তারা।

আপনার মন্তব্য

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD