কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো

চ্যানেল এইচ ডেস্ক

অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ অবশেষে এসেছে বাজারে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক এই সিরিজ উন্মোচন করেন।

অনুষ্ঠানে চারটি নতুন মডেলের ঘোষণা দেওয়া হয়— আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর পাশাপাশি নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের আপডেট সংস্করণও উন্মোচিত হয়।

আইফোন ১৭ প্রো: ফ্ল্যাগশিপ মডেল

আইফোন ১৭ প্রোকে সিরিজের সবচেয়ে শক্তিশালী ও ফিচারসমৃদ্ধ মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন ও ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, যা দীর্ঘসময় ব্যবহারেও ফোনকে ঠান্ডা রাখবে এবং ব্যাটারির আয়ু বাড়াবে।

🔹 চিপসেট: এ১৯ প্রো
🔹 ক্যামেরা: পিছনে তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, সর্বোচ্চ ৮ এক্স অপটিক্যাল জুম টেলিফটো সুবিধাসহ; সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর।
🔹 ডিসপ্লে: ৬.৩ ইঞ্চি প্রো মোশন ডিসপ্লে, ৩ হাজার নিট ব্রাইটনেস, অলওয়েজ-অন ফিচার এবং সিরামিক ২ শিল্ড প্রোটেকশন।
🔹 টেকসই ডিজাইন: ব্যাক গ্লাস পূর্ববর্তী মডেলের তুলনায় চারগুণ বেশি সহনশীল।

এছাড়া ভিডিও নির্মাতা ও এডিটরদের জন্য বিশেষ টুলস যুক্ত করা হয়েছে, যা পেশাদার পর্যায়ের কাজ সহজ করবে।

ভ্যারিয়েন্ট ও দাম

আইফোন ১৭ প্রো পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েশনে— ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টেরাবাইট।
প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১,০৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকা (১ ডলার = ১২১.৭ টাকা হিসেবে)।

বাজারে আসছে কবে

আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে। আর গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে ১৯ সেপ্টেম্বর। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশে কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD