টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসভবনে ভাঙচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকার জেলা সদর রোডের সোনার বাংলা নামের বাসভবনে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে বাসভবনের সামনে থাকা একটি গাড়ির গ্লাস ও বেশ কিছু যন্ত্রাংশ ভাঙা হয়েছে। এছাড়া ভবনের দ্বিতীয় তলার কয়েকটি জানালার কাচও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
ওসি তানভীর আহমেদ আরও বলেন, পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।