খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুর গ্রামে এয়ারটেল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, হঠাৎই দুর্বৃত্তরা মানিকের ওপর অতর্কিতভাবে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রূপসা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।