ট্রান্সফরমার বিস্ফোরণে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছেলে মেজবাহ উদ্দিন (২৮) মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ বাবা-মায়ের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন আছেন, মোহাম্মদ মোসলিম (৬৫) ও তার স্ত্রী সালমা বেগম (৫০)।
এর আগে বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসার পাশে এই ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তাদের জাতীয় বার্নে নিয়ে আসা দগ্ধ মোসলিমের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেন, আমাদের বাসার দোতলার পাশে দিয়ে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো আছে। বৃষ্টি হওয়ার কারণে বারবার ট্রান্সমিটার স্পার্ক করে আগুন লেগে যায়। ওই আগুন বাসার ভেতরে চলে এলে বাবা-মা ও ভাই দগ্ধ হয়।
ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, মোহাম্মদ মোসলিমের ৯০ শতাংশ ও সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে।