মাদারীপুরের কালকিনিতে চার বছরের শিশু সন্তানের সামনেই পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খেয়ে চার বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন পাখি বেগম। গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরের চালে ইটপাটকেল ছুড়ে শব্দ সৃষ্টি করে। শব্দ শুনে পাখি বেগম দরজা খুলে বাইরে তাকালে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তার সন্তানের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। শিশুর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।
এ ঘটনায় নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে পুলিশ। আটক পলি বেগম একই গ্রামের শাহাদাত হাওলাদারের স্ত্রী।
নিহতের শাশুড়ি নাজমা বেগম অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার পুত্রবধূকে হত্যা করা হয়েছে। খুনের রাতে পলি বেগম নিজের বাড়িতে নাচ-গানের আয়োজন করেন, যাতে হত্যার শব্দ ঢেকে যায় এবং কেউ বিষয়টি টের না পায়। তিনি আরও অভিযোগ করেন, পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
তবে ঘটনার পর থেকে শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পাখি বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।