ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকার। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাহিন।
মাহিন সরকার বলেন, “গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য এখন সময়ের দাবি। অভ্যুত্থানের অগ্রসেনানী আবু বাকের মজুমদার যদি বিজয়ী হন, সেটা আমার নিজের বিজয় হিসেবেই গণ্য হবে। তাই আমি আমার সমর্থন তার প্রতি ব্যক্ত করছি।”
উল্লেখ্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঘোষিত প্যানেল থেকে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবু বাকের মজুমদার।
এর আগে, গত ১৮ আগস্ট গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুগ্ম সদস্য সচিব পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, “গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে (যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।”
মূলত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে জিএস পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মাহিন সরকার। কিন্তু এই সিদ্ধান্ত এনসিপির শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি এবং তাকে নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছিল।
এনসিপির এক কেন্দ্রীয় সদস্য কালবেলাকে বলেন, “দলীয় নির্দেশনা অমান্য করে মাহিন সরকার ডাকসু নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রাহ্য করায় তাকে বহিষ্কার করা হয়।”
পরে, ২০ আগস্ট ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। সে প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক মো. জামাল উদ্দীন খালিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হন এনসিপির বহিষ্কৃত নেতা মো. আবু সায়াদ বিন মাহিন সরকার।