ডিএনএ’র মাধ্যমে শনাক্ত করা হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবেন গ্রামে

ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়ে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া মরদেহগুলোর ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

একই সঙ্গে পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি।

শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার গণকবরস্থান পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে ১০০’র ওপরে জুলাই শহীদের মরদেহ দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায় নাই৷ এগুলো আমাদের চিন্তাভাবনা আছে। খুব তাড়াতাড়ি আমরা এদের শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে উঠানো হোক এটা রাজি হননি। এখন তারা রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি থাকে তাহলে তাদের মরদেহগুলো আমরা ডিএনএ’র মাধ্যমে শনাক্ত করব। আর কেউ যদি এখান থেকে মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় আমরা সেটাও অ্যালাউ করব। এই প্রক্রিয়ায় বেশিদিন সময় লাগবে না।

আপনার মন্তব্য

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD