আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিং

তানজিদ ও লিটনের উন্নতি; অলরাউন্ডার তালিকায় শীর্ষে রাজা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাসের। তানজিদ আট ধাপ এবং লিটন এক ধাপ এগিয়েছেন।

আজ পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ২৯ ও অপরাজিত ৫৪ রান করেন তানজিদ। ফলে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫৬২ রেটিং নিয়ে ৩৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ। ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে শীর্ষে আছেন তানজিদই।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৫৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে অনবদ্য ১৮ রান করেন লিটন। তাই এক ধাপ এগিয়ে ৫৩৯ রেটিং নিয়ে ৪৭তম স্থানে আছেন লিটন।

তানজিদ ও লিটন ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারের উন্নতি হয়নি। দুুই ম্যাচে ব্যাটিং না পাওয়ায় তাওহিদ হৃদয়ের ৬ ধাপ ও জাকের আলির ৪ ধাপ অবনতি হয়েছে। হৃদয় ৪৮ ও জাকের ৬৩তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের কারও উন্নতি হয়নি। ৬৪৭ রেটিং নিয়ে ১২তম স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় প্রথমবারের মত শীর্ষে উঠলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চলতি সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে দুই ওয়ানডেতে ব্যাট হাতে ৯২ ও অপরাজিত ৫৯ এবং ১ উইকেট শিকার করেন তিনি। এতে দুই ধাপ এগিয়ে ৩০২ রেটিং নিয়ে শীর্ষে উঠেন রাজা।

রাজা শীর্ষে উঠায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেমে গেছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আজমতুল্লাহ ওমারজাই ও মোহাম্মদ নবি। ২৪৯ রেটিং নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD