নুরুল হক নুর

নুরুল হক নুরের ওপর হামলা তদন্তে কমিশন গঠন

ষ্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনার তদন্তে কমিশন গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর ক্ষমতাবলে নুরুল হক নুরের ওপর সংঘটিত হামলা ও গুরুতর আঘাতের ঘটনাটি তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করল।”

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে সভাপতি করে এই কমিশন গঠন করা হয়েছে। সদস্য হিসেবে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

তদন্ত কমিশনের কার্যপরিধি:

  • ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করা।

  • ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা।

  • ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে সুপারিশ প্রদান।

কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD