বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদলের নেতা ও কৃষকদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আজ সোমবার (১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তিনজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা, সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা পৌর এলাকার যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবিব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, সংগঠনের কেউ দেশবিরোধী বা দলবিরোধী কার্যক্রমে যুক্ত থাকলে সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।
পাবনা জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। তথ্য সঠিক হলে তাকে বহিষ্কার করা হবে।