জানালা দিয়ে মোবাইল ফোন চুরির সময় চোর চক্রের একজনকে ধরে ফেলেন যুবক আসাদ। তখন চোরের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন তিনি। তবে স্থানীয়রা ধাওয়া করে ওই চোর চক্রের একজনকে আটক করে পুলিশে দেয়।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক সজীব উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে। এছাড়া নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।
জানা যায়, বুধবার রাত ৯টার পর আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল। এসময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোর চক্রের সদস্যরা ধারালো ছুরি দিয়ে আসাদকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চোর দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটঘরিয়া থানা পুলিশের ওসি মো. আরিফুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট রয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।