ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলাদা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজারো যাত্রী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া এলাকায় ব্যারিকেড দিয়ে অবরোধ করেন। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন আটকে পড়েছে, যাত্রীরা বিপাকে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) থেকে আলগি ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সকাল থেকেই রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ।

বিক্ষুব্ধদের দাবি, স্বাধীনতার পর থেকেই আলগি ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গা উপজেলার অংশ, নগরকান্দায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত তারা মানবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রতিবাদে যুক্ত হয়েছেন বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলও। তিনি বিক্ষুব্ধ জনতার পাশে থাকার আশ্বাস দেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। আমরা চেষ্টা করেও অবরোধ তুলে দিতে পারছি না।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD