মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বিএনপির লোকজনের ওপর হামলা করেছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন-২ এর কাছে এ ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতা-কর্মীরা তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করছিলেন।

এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের বেশির ভাগ উপজেলার পাচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হন। পৌরসভার চরশ্যামাইল কাজীর দোকান এলাকায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় সুমনের নেতৃত্বে দলটি। এ সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে আহত হয় অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি, আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের টিম রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD