একেবারে গোপনেই ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন সুপারষ্টার শাকিব খান। সন্তানও জন্ম দিয়েছিলেন। আবার বলেছিলেন অপু-বুবলী দুজনই তার কাছে অতীত।
যদিও সেই অতীত শবনম বুবলী আবার বর্তমান হয়ে ফিরেছেন শাকিবের জীবনে। গত মাসেই যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই। এরপর আজ (মঙ্গলবার) একসঙ্গে দেখা গেলো তাদের। শুধু তাই নয়, রোমান্টিক মুডে ধারাও দিলেন ঢালিউডের দুই তারকা।
আজ নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করলেন। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেলো তাদের।
একটি ছবিতে দেখা যাচ্ছে, বুবলীর হাত ধরে সবুজ ঘাসের উপর হাটছেন শাকিব খান। অন্য একটি ছবি বুবলীকে জড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার। আরেকটি ছবি দেখা যাচ্ছে, বুবলীকে জড়িয়ে দূরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন শাকিব।
শাকিব বুবলীর ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রশংসা করছেন। অনেকেই আবার বলছেন, এবার কী করবেন অপু বিশ্বাস। কেউ বলছেন, মাথায় হাত পড়েছে অপু বিশ্বাসের।