রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক ‘উচ্চমাত্রার উসকানিমূলক’ মন্তব্যের জবাব দিতে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য করার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মেদভেদেভকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”

রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত আস্থাভাজন এই রুশ রাজনীতিক তীব্রভাবে পশ্চিমা বিশ্ববিরোধী হিসেবে পরিচিত।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেশ কয়েক বার যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে তীব্র সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেছেন মেদভেদেভ। সর্বশেষ আক্রমণাত্মক মন্তব্য তিনি করেছেন ট্রাম্পের আল্টিমেটারের প্রতিক্রিয়া।

গত মাসের মাঝামাঝি ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিচ্ছেন তিনি। পরে গত সপ্তাহে আল্টিমেটামের মেয়াদ কমিয়ে ১০-১২ দিনে নামিয়ে আনেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের নতুন আল্টিমেটাম ঘোষণার পর যথারীতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্টের তীব্রভাবে কটাক্ষ করেন মেদভেদেভ। সাম্প্রতিক এক এক্সবার্তায় রুশ নিরাপত্তা সংস্থার উপ প্রধান বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম-আল্টিমেটাম খেলা খেলতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের এসব নাটুকেপনাকে পাত্তা দেওয়ার সময় রাশিয়ার নেই। সেই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই— প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ হলো (রাশিয়া-যুক্তরাষ্ট্র)সম্ভাব্য যুদ্ধর দিকে এক কদম করে অগ্রসর হওয়া।”

শুক্রবারের ট্রুথ সোশ্যালের পোস্টে মেদভেদেভকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “আমি তাকে বলতে চাই যে নির্বুদ্ধিতাপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্য-বিবৃতির ফলাফল তার ধারণার চেয়েও বেশি বিপদজনক হতে পারে। কারণ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এই শব্দ প্রায়েই আমাদের অনাকাঙিক্ষত পরিস্থিতির দিকে চালিত করতে পারে। আমি আশা করছি যে আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”

পরে একই দিন হোয়াইট হাউসের ওভাল অফিসে এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “একটা হুমকি  এসেছে এবং আমাদের কাছে এটি ভালো মনে হয়নি। তাই সাবধানতার জন্যই আমাকে এই নির্দেশ দিতে হয়েছে।”

“মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থেই আমাকে পরমাণুবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে। কারণ যে হুমকির ভিত্তিতে আমার এ পদক্ষেপ, সেটি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং আমরা নিশ্চিতভাবেই আমাদের জনগণকে রক্ষা করব।”

সামরিক প্রটোকলের কারণে ঠিক কোথায় কিংবা রাশিয়ার জলসীমা থেকে কতদূরে সাবমেরিন দু’টি মোতায়েন করা হয়েছে— সে তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। তবে সাবমেরিনগুলো যে নির্দেশ পেলেই যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুত— তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি; তবে ‍রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ট্রুথ সোশ্যালে ট্রাম্প সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেওয়ার পর রাশিয়ার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।

আপনার মন্তব্য

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD