দক্ষিনের সুপারষ্টার থালাপতি বিজয়

সিনেমা থেকে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

চ্যানেল এইচ ডেস্ক

সিনেমা থেকে জনতার নায়ক হয়ে উঠলেন দক্ষিনের সুপারষ্টার থালাপতি বিজয়। বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় এক মহাসমাবেশ করে অবস্থানও স্পষ্ট করেন । দলের প্রতিষ্ঠাতা ও নেতা থালাপতি বিজয়।

লাখো ভক্ত-সমর্থকের উচ্ছ্বাস-ভালোবাসা নিয়ে এদিন মঞ্চে ওঠেন তিনি। সেখানেই দেশের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ছুড়ে দেন তার রাজনৈতিক হুংকার।

এই নায়ক মনে করেন, রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, এটি যুদ্ধক্ষেত্র। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বেছে নিলেন লড়াইয়ের পথ।

এদিন ভাষণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন। সমাবেশে হাজারো মানুষের সামনে ঘোষণা করেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।’

যদিও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বিজয়ের এ বক্তব্য প্রায় এড়িয়ে গেছে। তবে দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার ভাষণের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কপাল ও হাতে কমলা-হলুদের ওড়না বেঁধে সাহসী নেতার বেশে মানুষের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন বিজয়; লাখো জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা তখন মুখর।

তবে শুধু ভারতের ভক্তরাই নন, বাংলাদেশের ভক্তরাও বিজয়ের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, সিনেমায় যেমন তিনি নায়কের চরিত্রে অবতীর্ণ হন, বাস্তব রাজনীতিতেও নিজেকে একইভাবেই উপস্থাপন করছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD