হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বেডেই বিয়ে

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ঘটলো এক বিরল ও আবেগঘন ঘটনা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকেও বিয়ের আসরে বসতে হলো এক হিন্দু যুগলকে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অস্থায়ীভাবে খালি রাখা একটি অংশে সম্পন্ন হয় এই ব্যতিক্রমী বিয়ে।

দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহার দুই হাত ও একটি পা ব্যান্ডেজে বাঁধা ছিল। তবুও নির্ধারিত লগ্নে বিয়ের অনুষ্ঠান থেমে থাকেনি। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে সম্পন্ন হয় বিবাহের সব আনুষ্ঠানিকতা।

বরের পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শ নিয়েই বিয়ের আয়োজন করা হয়। বরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় বিয়েটি হাসপাতালে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, আনন্দ সাহা মানিকগঞ্জ সদরের বাসিন্দা। মোটরসাইকেল দুর্ঘটনায় তার দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত লাগে। আজ তার বিয়ের দিন থাকায় পরিবার আমাদের বিষয়টি জানায়। কনসালট্যান্টদের সঙ্গে আলোচনা করে রোগীর অবস্থা বিবেচনায় হাসপাতালের একটি অব্যবহৃত অংশে বিয়ের অনুমতি দেওয়া হয়।

পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই বিয়ে মানিকগঞ্জবাসীর কাছে নিঃসন্দেহে এক বিরল ও আবেগঘন স্মৃতি হয়ে থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD