দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একপেশে ম্যাচে এশিয়া কাপ ২০২৫ যাত্রা শুরু করেছে ভারত। কুলদীপ যাদবের ঘূর্ণি ও অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল। জয় পেতে তাদের লেগেছে মাত্র ২৭ বল।
মাত্র ৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করে দলকে এগিয়ে নেন, যেখানে ছিল দুই চার ও তিন ছক্কা। অপর ওপেনার শুভমান গিল করেন ৯ বলে অপরাজিত ২০ রান, অধিনায়ক সূর্যকুমার যাদবও অপরাজিত ছিলেন ৭ রানে। ভারতের একমাত্র উইকেটটি নেন ইউএইর জুনায়েদ সিদ্দিক।
এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে দারুণ সাফল্য পায় ভারত। মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয়ে যায় ইউএই।
যদিও শুরুটা আশাব্যঞ্জক ছিল স্বাগতিকদের। আলিশান শরাফু ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করেন। কিন্তু চতুর্থ ওভারে জাসপ্রীত বুমরাহর নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন শরাফু (১৭ বলে ২২)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আমিরাত।
ওয়াসিম (২২ বলে ১৯) ও রাহুল চোপড়া (৩) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলের ইনিংস ভেঙে পড়ে দ্রুত। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৯ রানে।
ভারতের পক্ষে কুলদীপ যাদব ছিলেন সেরা, মাত্র ২.১ ওভারে ৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। শিবম দুবে নেন ৩টি উইকেট, আর অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও জাসপ্রীত বুমরাহ পান একটি করে উইকেট।
এশিয়া কাপে এটি ভারতের জন্য নিখুঁত সূচনা হলেও ইউএইর জন্য কঠিন বাস্তবতা—এ মঞ্চে টিকে থাকতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।