৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ

জাবি প্রতিনিধি

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। শেষ দিনে মাঠে সক্রিয় ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্ট সমর্থিত সংশপ্তক পর্ষদ, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী।

প্রচারের শেষ দিনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট ব্যাপক আলোচনার জন্ম দেয়। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীদের নমুনা সংগ্রহ করা হয়। সিদ্ধান্তটিকে প্রার্থীরা স্বাগত জানালেও নির্বাচনের মাত্র দুদিন আগে এ পদক্ষেপকে অনেকেই কমিশনের অদূরদর্শী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।

এদিকে সম্প্রীতির ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়কে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি সংক্রান্ত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার বিকেলে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট অমর্ত্যকে অংশগ্রহণের অনুমতি দেন এবং বিশ্ববিদ্যালয়ের ৬ সেপ্টেম্বরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তও স্থগিত করেন। তবে পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং অমর্ত্যের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মানজুর আল মতিন ও তাপস বন্ধু দাস।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD