রিয়ালের ১০ নম্বর জার্সির আখ্যান

লুকা মদরিচের রেখে যাওয়া রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি নতুন মৌসুমে পরবেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবে নিজের প্রথম মৌসুমে ৯ নম্বর জার্সি ছিল এমবাপ্পের গায়ে। নতুন মৌসুমে সেটি হয়ে যাচ্ছে ১০। ফ্রান্স জাতীয় দলে ১০ নম্বর জার্সি থাকে এই ফরোয়ার্ডের গায়ে।

ফুটবলে ১০ নম্বর একটি আইকনিক সংখ্যা। অগুনতি লিজেন্ডের গায়ে এই জার্সি উঠেছে। ১০ নম্বর জার্সি গায়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যাশার পাহাড়ও চেপে বসে। 

দেখে নেওয়া যাক রিয়াল মাদ্রিদে এই জার্সি যাদের গায়ে উঠেছে, তাদের কয়েকজনের নাম।

লুইস ফিগো: পর্তুগিজ লিজেন্ড লুইস ফিগো। বার্সেলোনা থেকে রিয়ালে তার যোগদান নিয়ে বিতর্ক ছিল। ১৯৯৯-২০০৫ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। এই সময়ে মাত্র ৩৮টি গোল করেন এই মিডফিল্ডার। দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছেন।

রবিনিও: পরের নাম রবিনিওর। এই ব্রাজিলীয় তারকা ১০ নম্বর জার্সি পরেছেন ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত। স্প্যানিশ ক্লাবে নিজের সময়ে তিনি ছিলেন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্টে দ্বিতীয় সর্বোচ্চ। ইনজুরি রিয়ালে তার ক্যারিয়ারে বিঘ্ন ঘটায়।

ওয়েসলি স্নেইডার: রবিনিওর পর ওয়েসলি স্নেইডার ১০ নম্বর জার্সি গায়ে মাত্র এক মৌসুম খেলেছেন। সেটি ২০০৮-০৯ এ। এই ডাচ তারকা পরতেন ২৩ নম্বর জার্সি। রবিনিও চলে যাওয়ার পর ১০ নম্বর জার্সি পান স্নেইডার। রবিনিওর মতো রিয়ালে ওই এক মৌসুমেই চড়াই-উতরাই দেখেছেন তিনি। ইনজুরির বাধায় পড়েছেন। ৫২ ম্যাচে করেন মাত্র ১১টি গোল।

লাসানা দিয়ারা: ২০০৯-১১তে রিয়ালের ১০ নম্বর জার্সি ছিল দিয়ারার গায়ে। তিন মৌসুম কাটিয়েছেন তিনি এই ক্লাবে। ২০১০-১১তে জোসে মরিনিওর সময়ে শুরুর একাদশে ঠাঁই পাওয়া দিয়ারা সামি খেদিরার কাছে নিজের জায়গা হারান।

মেসুত ওজিল: মেসুত ওজিলকে ভোলার কথা নয় রিয়াল সমর্থকদের। ক্লাবের হয়ে নিজের প্রথম মৌসুমে গোটা ইউরোপের মধ্যে অ্যাসিস্টে তিনি ছিলেন শীর্ষে। দ্বিতীয় মৌসুমে ১০ নম্বর জার্সি ওঠে তার গায়ে।

হামেস রদ্রিগেজ: ওজিলের বিদায়ের পর এক বছর ১০ নম্বর জার্সি রিয়ালের কারোর গায়ে ওঠেনি। ২০১৪তে বার্নাব্যুয়ে এসেই এই জার্সি পেয়ে যান কলম্বিয়ান মিডফিল্ডার। ২০১৭তে লোনে খেলতে যান বায়ার্ন মিউনিখে।

লুকা মদরিচ: এমবাপ্পের আগে ১০ নম্বর জার্সি পরে রিয়ালে খেলা শেষ ফুটবলার। ২০১৭ থেকে এ মৌসুমে ক্লাব ছেড়ে যাওয়া পর্যন্ত ১০ নম্বর জার্সি ছিল তার গায়ে। স্প্যানিশ জায়ান্টদের লিজেন্ডে নিজেকে পরিণত করেছিলেন লুকা।

আপনার মন্তব্য

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD