আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে। রোববার (৩ আগস্ট) বিকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় ওই আসামি।
পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জানা যায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়। এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেফতার করে। রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।
কোর্ট পরিদর্শক মিজানুর রহমান বলেন, হাত চিকন থাকায় হাতকড়া খুলে আসামি পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আল আমিনকে খুঁজছে। তার পলায়নে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।