ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি সরিয়ে নেওয়ার পর ফের ট্রেন চলাচল শুরু হয়। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় লাইন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর মেলেনি।
এর আগে রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্ট ভুল করে। ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পরে। এরপর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।