পাথর চুরি ঠেকাতে জাফলং-সাদা পাথরে যৌথবাহিনীর টহল

সিলেট প্রতিনিধি

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে পাথর চুরির ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে নেওয়া এই সিদ্ধান্তের আওতায় এলাকাগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ও অভিযান চালানো হবে।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এলাকাগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ও অভিযান চালানো হবে।

প্রশাসনের সিদ্ধান্তে বলা হয়েছে, জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টসহ যৌথবাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্নসহ অভিযান চলমান থাকবে।

এ ছাড়া, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে। সেইসঙ্গে চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার কাজও করা হবে।

সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD