জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে জেলার সদর উপজেলার মৌগাতি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য দুজাহান ও রফিক নামে দুজনের নাম জানা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি।
আজ রোববার (৩১ আগস্ট) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজে মারা যান।