আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে। তবে এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। সেনাসদর আশা করছে, শিগগিরই ইসির পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, ‘কমিশন থেকে আমরা শিগগিরই নির্বাচনের নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করব। ইতোমধ্যে আমাদের নিজেদের প্রস্তুতি সম্পন্ন।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, ‘এটি শুধু সেনাবাহিনীর কাজ নয়, সবার সমন্বয় দরকার। কোথাও কোথাও সমন্বয়হীনতা দেখা দিলে দেরি হতে পারে। যেমন পুলিশ ও সেনাবাহিনী একে অপরকে না জানালে কিছুটা বিলম্ব ঘটে। তবে সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।’
সারা দেশে ছড়িয়ে পড়া গণপিটুনি প্রসঙ্গে তিনি বলেন, ‘তথ্যসূত্র থেকে খবর পেতে কখনো কখনো দেরি হয়, ফলে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। তবে সেনাবাহিনী উপস্থিত হওয়ার পর কখনোই মবের (গণপিটুনি) ঘটনা ঘটতে দেওয়া হয়নি।’
রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনী দেরিতে পৌঁছায়—এ অভিযোগ প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, ‘পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।’