অশ্লীল কনটেন্ট প্রচারের অভিযোগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে অভিযান চালিয়ে টিকটক তারকা আলিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলভার শহর থেকে তাকে আটক করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সূত্র: ডেইলি পাকিস্তান।
জানা যায়, আলিশা ফেসবুক ও টিকটকে নিয়মিত অশ্লীল কনটেন্ট প্রকাশ করতেন, যা অল্প সময়ের মধ্যেই হাজারো ভিউ অর্জন করে। এর ফলে সমালোচনার মুখে পড়েন তিনি। গ্রেপ্তারের পর আবেগঘন এক ভিডিও বার্তায় আলিশাকে ভক্তদের উদ্দেশে ক্ষমা চাইতে দেখা গেছে। সেখানে তিনি নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি দেন।
আলিশার ফেসবুক পেজে রয়েছে ২১ হাজারের বেশি অনুসারী। দীর্ঘদিন ধরে সীমিত জনপ্রিয়তায় থাকলেও সাম্প্রতিক অশ্লীল কনটেন্ট পোস্ট করার মাধ্যমে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
এ ঘটনায় পাকিস্তানে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কেউ কেউ মনে করছেন, তাকে গ্রেপ্তার করা সঠিক সিদ্ধান্ত; আবার অনেকের মতে, পদক্ষেপটি অতিরিক্ত কঠোর। উল্লেখ্য, পূর্বে অশ্লীল কনটেন্টের কারণে পাকিস্তানে টিকটক নিষিদ্ধ করা হয়েছিল। পরে প্ল্যাটফর্মটি অনুপযুক্ত ভিডিও সরানো ও নৈতিকতা রক্ষায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।