মতবিনিময় সভায় তারেক রহমান

দেশ পুনর্গঠনে সবাইকে নিয়ে কাজ করতে চাই

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচনোত্তর দেশ ও জাতি পুনর্গঠনের ক্ষেত্রে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারবো।

আজ শুক্রবার (৮ আগষ্ট) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

এ ছাড়া রাষ্ট্র গঠন ও সংস্কারের ক্ষেত্রে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে আরও গঠনমূলক কিছু যুক্ত করার প্রয়োজন বোধ করলে সে বিষয়েও মতামত জানানোর আহ্বান জানান তারেক রহমান। ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD