নারায়ণগঞ্জের ফতুল্লায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় ডাকাতরা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে।
যাত্রীদের বরাতে জানা যায়, জিএস পরিবহণের বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) কুষ্টিয়া থেকে রাতেই নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ভোর সাড়ে ৫টার দিকে সাইনবোর্ড মোড়ের পরিবর্তে চালক বাস থামান কিছুটা দূরে মাহমুদপুর এলাকায়, আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে।
এসময় কয়েকজন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসে উঠে মাদক তল্লাশির কথা বলে যাত্রীদের আতঙ্কিত করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের স্বর্ণালংকার ও নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের টাকা, এবং আরও অনেকের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ডাকাতরা পরে জালকুড়ি এলাকায় নেমে যায়।
ডাকাতদল নেমে যাওয়ার পর যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন।
যাত্রীরা অভিযোগ করেন, ঘটনাকালে বাস চালক ও হেলপারদের আচরণ ছিল সন্দেহজনক। এ কারণে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি ছিনতাই নাকি ডাকাতি। তবে বাসচালক আরিফুল ইসলাম (৫০), হেলপার আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”