শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে মামলা

বিনোদন প্রতিবেদক

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজস্থানের ভরতপুর জেলার এক বাসিন্দা। মামলায় হুন্ডাই কোম্পানির ছয়জন কর্মকর্তার নামও রয়েছে। সূত্র: এনডিটিভি।

কীর্তি সিংহ অভিযোগ করেছেন, তিনি প্রায় ২৩ লাখ ৯৭ হাজার রুপিতে হুন্ডাইয়ের একটি গাড়ি কিনেছিলেন। কিনে নেওয়ার পর থেকেই গাড়িটিতে নানান সমস্যা দেখা দেয়। বহুবার অভিযোগ জানানোর পরও কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি।

শাহরুখ খান ও দীপিকার নাম যুক্ত হওয়ার কারণ হলো, তারা দুজনই হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কীর্তি সিংহ বলেন, মূলত তাদের করা বিজ্ঞাপন দেখে তিনি গাড়িটি কিনেছিলেন। ভারতের আইন অনুযায়ী, যদি কোনো পণ্য প্রতারণামূলক বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডরদেরও দায়ী করা যায়। ভোক্তা সুরক্ষা আইন ২০১৯ অনুযায়ী বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য প্রচারকদের জরিমানা করার ক্ষমতা রয়েছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির (CCPA) কাছে।

মামলাটি প্রথমে ভরতপুরের সিজেএম কোর্ট নং-২-এ ব্যক্তিগত অভিযোগ হিসেবে ওঠে। আদালতের নির্দেশের পর মথুরা গেট থানায় এফআইআর রেকর্ড হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ (প্রতারণা) এবং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। বর্তমানে ভরতপুর পুলিশ তদন্ত শুরু করেছে।

শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে হুন্ডাই ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। তখনই ভারতে বাজারে আসে হুন্ডাইয়ের প্রথম গাড়ি স্যান্ট্রো।

অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ডিসেম্বর ২০২৩ থেকে হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি তারা দুজনকে একসঙ্গে ২০২৪ হুন্ডাই ক্রেটা-র বিজ্ঞাপনে দেখা গেছে, যেখানে আন্ডারকভার এজেন্টের চরিত্রে গাড়ির নানা বৈশিষ্ট্য তুলে ধরেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Space for ad

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ চ্যানেল এইচ নিউজ

Design & Developed : Rose IT BD